সফটওয়্যার প্রোডাক্ট

ই আর পি ম্যানেজমেন্ট

হসপিটাল ম্যানেজমেন্ট

পয়েন্ট অফ সেল

কুরিয়ার ম্যানেজমেন্ট

রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট

স্কুল কলেজ ম্যানেজমেন্ট

একাউন্টিং সফটওয়্যার

ইনভেন্টরি ম্যানেজমেন্ট

কাস্টম সফটওয়্যার

কিভাবে আমরা একটি লাভজনক সফটওয়্যার তৈরী করব?

প্রথমেই বিবেচনা করি কি জিনিস একটি সফটওয়্যারকে লাভজনক করে...?

  1. যদি এটির ব্যবহার খুবই সহজ হয়। মানুষের যেটি প্রয়োজন সেটি খুজতে বেশী পরিশ্রম করতে পছন্দ করে না। সফটওয়্যার যেটি অগোছালো না হয় এবং সুন্দর ও বিন্যস্ত হয় এটিকে মানুষ ব্যবহার করতে পছন্দ করে।
  2. যদি এটিতে সঠিক জিনিসটি থাকে। একটা কোম্পানী চায় তাদের সফটওয়্যারে সার্চেবল ক্যাটালগ থাকুক, আরেকজন চায় অনলাইন ফর্ম থাকুক যেটি মানুষ পুরন করে, আরেকজন চায় তাদের তথ্যগুলি শুধু তাদের ব্যবহারকারীরা পাবে। যারা এসব চাহিদা পুরন করবে তারাই ব্যবসা করবে।
  3. এটি দেখতে যেন সুন্দর হয়। একটি সফটওয়্যার দেখতে সুন্দর ঠিক যেন একটি সুন্দর স্টোর অথবা একটি সুন্দর অফিস, যেটি আগ্রহকে উজ্জীবিত করে – মানুষ আরামবোধ করে তবেই আপনার ব্র্যান্ড বা কোম্পানীকে বিবেচনা করবে।
  4. নতুন ফাংশন যেন সহজেই ব্যবহার করা যায়।
  5. এটি যেন নিরাপদ হয়। যদি সঠিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয় তবে আপনার সফটওয়্যারটি খুব ভাল চলতে পারে এবং বাচতে পারে সাইবার ক্রাইম থেকে । সাইবার আক্রমণে তারাই আক্রান্ত হয় যাদের সফটওয়্যার ডেভেলপার অত টেকনিক্যাল জ্ঞানসম্পন্ন না হয়।
  6. একটি সফটওয়্যারের তথ্য হালনাগাদ সিস্টেম খুব সহজ হওয়া উচিৎ। যাতে করে ইউজার সহজে তথ্য পেতে পারে, তথ্য ম্যানেজ করতে পারে।

আর ক্লায়েন্টদের সুবিধার্থে আমাদের প্রতিটি সফটওয়্যারই ব্যবহারবান্ধব হয়ে থাকে। কেনার জন্য আবেদন করুন  

কাস্টম নাকি রেডি সফটওয়্যার?

রেডি সফটওয়্যার কাস্টম সফটওয়্যার
কম খরচ তুলনামুলক খরচ বেশি
ফিক্সড ফিচার ইচ্ছামত ফিচার তৈরী করা যায়
ছোট প্রতিষ্ঠানের জন্য উপযোগী বড় প্রতিষ্ঠানের জন্য উপযোগী
সবকিছু রেডি থাকে বিধায় ডেভেলপমেন্ট সময় কম লাগে যেহেতু সব মডিউল বানাতে হয় তাই সময় কিছুটা বেশী লাগে
ইউজার ইন্টারফেস ফিক্সড থাকে নিজের মত ইউজার ইন্টারফেস সাজিয়ে নেয়া যায়।


প্রশ্নঃ তাহলে আমার প্রতিষ্ঠানের জন্য কাস্টম নাকি রেডি সফটওয়্যার ভাল হবে?

উত্তরঃ রেডি সফটওয়্যার ডেমো দেখার পর যদি মনে হয় আপনার প্রয়োজন এটি দিয়ে পূরণ হবে তবে আপনার প্রতিষ্ঠানের জন্য রেডি সফটওয়্যার নেয়ার সিদ্ধান্ত ঠিক হবে আর যদি চান আপনার সফটওয়্যার আপনি আপনার প্ল্যানমত বানাবেন তবেতো কাস্টম সফটওয়্যার আপনার জন্য উপযোগী।

এ সম্পর্কিত সাধারন প্রশ্ন-উত্তর

ক্লায়েন্টদের জিজ্ঞাসা করা প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্ন

উত্তরঃ অবশ্যই। আমাদের সফটওয়্যার নেয়ার পর ৬মাস পর্যন্ত আমরা বিনামূল্যে সেবা দিয়ে থাকি। পরবর্তী সময়েও যতদিন আমাদের সফটওয়ার ব্যবহার করবেন ততদিন পর্যন্ত সামান্য ফি প্রদান করলেই আমাদের সেবা পেতে থাকবেন।
উত্তরঃ আমাদের এ বিষয়ে অবহিত করলে দ্রুত সময়ে বাগ ফিক্সিং করে দেওয়া হবে