ওয়েবসাইট কি ?
ওয়েবসাইট বা ওয়েব সাইট হল কোন ওয়েব সার্ভারে রাখা ওয়েব পৃষ্ঠা, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টিকে বোঝায়, যা ইন্টারনেট বা ল্যানের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। ওয়েব পৃষ্ঠা মূলত একটি এইচটিএমএল ডকুমেন্ট, যা এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারীর ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত হয়। সমস্ত উন্মুক্ত ওয়েবসাইটগুলিকে সমষ্টিগতভাবে “ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব” বা “বিশ্বব্যাপী জাল” নাম দেয়া হয়েছে। সহজ ভাষায় ডোমেইন এর মাধ্যমে দর্শন যোগ্য ওয়েব সার্ভারে জমা রাখা ওয়েব পৃষ্ঠা, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টিকে একসাথে ওয়েবসাইট বা সাইট বলা হয়।
সুতরাং ওয়েবসাইট মূলত এমন একটি ইন্টারনেট মাধ্যম যেখানে কম-বেশি বিশ্বের সকল মানুষ আপনার ওয়েবসাইট ব্রাউজ করে আপনার রেখে দেয়া তথ্য দেখতে পাবে। তো যেহেতু পৃথিবীর অনেক মানুষ ওয়েবসাইটে আসা-যাওয়া করে তাই এ ওয়েবসাইটকে আপনি বেবসার ক্ষেত্র বা ইনকামের সোর্স হিসেবে বেবহার করতে পারেন।
ওয়েবসাইট থেকে টাকা আয় করার জন্য প্রধান শর্ত হল , আপনার ওয়েবসাইটে উল্লেখযোগ্য পরিমান ট্রাফিক বা ভিজিটর থাকতে হবে। ভিজিটর ছাড়া ওয়েবসাইট থেকে আর্ন করা কঠিন বরং প্রায় অসম্ভব বিষয়।সহজে বললে ভিসিটর হলো একটি ওয়েবসাইটের প্রাণ। তাই ওয়েবসাইট থেকে টাকা আর্ন করার জন্য সর্ব প্রথম একটি মনোমুগ্ধকর ওয়েবসাইট খুলতে হবে যেন ভিজিটররা আপনার সাইট ভিজিট করে স্বাচ্ছন্দবোধ করে। অতঃপর আপনার ওয়েবসাইটে ভিজিটর বৃদ্ধির সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তাহলেই এ ওয়েবসাইট আপনার আর্নিং প্রফেশনে নিয়ে আসবে অতুলনীয় পরিবর্তন। আর আপনাকে সফল ব্যক্তিতে পরিণত করবে।
ওয়েবসাইট খুলে টাকা আয় করার সবচেয়ে বড় হাতিয়ার বা মাধ্যম হল আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা। কারণ পৃথিবীতে কোনো কিছুর অভাব না থাকলেও জ্ঞানের অভাব সর্বদাই থাকে আর এ কারণেই এর মূল্যায়ন সর্বদাই সবচে বেশি। আর যদি এ জ্ঞান হয় অভিজ্ঞতার আলোকে তাহলে তার মূল্যায়ন হয়ে উঠে আকাশচুম্বি। তো যখন আপনি আপনার ওয়েবসাইটে আপনার অভিজ্ঞতা সহ নলেজ শেয়ার করবেন। মানুষ তা কুড়ে নেয়ার জন্য আপনার ওয়েবসাইটে ভীড় জমাবে।
১। আপনার জ্ঞানের গভীরতা বিশ্ববাসী জানতে পারবে।
২। আপনার ওয়েবসাইটে ভিজিটর বৃদ্ধি পাওয়ায় ওয়েবসাইট থেকে টাকা ইনকাম হওয়া শুরু হবে।
ওয়েবসাইট থেকে টাকা ইনকামের অনেক উপায় রয়েছে।
১। নিজের পণ্য বিক্রি করে আয় : অফ লাইনে আপনার ব্যবসা যতটা কঠিন, অনলাইন ততটাই সহজ। কারণ অফ লাইন দোকান ভাড়া , সরকারি ছুটি ,অসুস্থতা ,সুবিধা অসুবিধায় দোকান বন্ধ থাকলে আপনার ইনকাম নিশ্চিত বন্ধ থাকে। আর যদি ব্যবসা হয় অনলাইন ভিত্তিক তাহলে নেই কোনো দোকান ভাড়া ,তাছাড়া আপনি বাড়িতে থাকুন/ঘরে ,অসুস্থ হন কিংবা সুস্থ সর্বদাই আপনার ব্যবসা চালু রাখতে পারবেন।
২। ওয়েবসাইটে ” গুগল এডসেন্স ” বিজ্ঞাপন দেখিয়ে : আপনার সাইটে যে কোন বিজ্ঞাপন দেখানোর জন্য প্রধান শর্ত হলো সাইটে ভিসিটর/ট্রাফিক উল্লেখযোগ্য পরিমান থাকতে হবে। তবে গুগল এডসেন্সের জন্য নির্ধারিত বিষয়ের ওপর ওয়েবসাইট হওয়া জরুরি নয়। তবে গুগল এডসেন্সের কিছু শর্ত রয়েছে ,সেগুলো মেনে যদি আপনি আপনার সাইট পরিচালনা করেন এবং গুগল এডসেন্স আপনার সাইটে বিজ্ঞাপন দেখানোর জন্য এপ্রোভ করে তাহলে গুগল এডসেন্স থেকে খুব সহজে আপনি টাকা ইনকাম করতে পারবেন।
৩। এড এস্পেস সেল : যখন আপনার ওয়েবসাইটে ট্রাফিক বাড়বে ,বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রোডাক্ট মানুষের কাছে শো করানোর জন্য আপনার ওয়েবসাইটের খালি স্পেসগুলো এড দেয়ার জন্য ক্রয় করতে চাইবে। তাদের কাছে স্পেস বিক্রি/ভাড়া দিয়ে টাকা ইনকাম করতে পারবেন।
৪। ওয়েবসাইটের ট্রাফিক বিক্রি করে : বিভিন্ন কোম্পানি তাদের ওয়েবসাইট ট্রাফিক বৃদ্ধি করার জন্য আপনাকে টাকা দিবে , যেন আপনার সাইটে তাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দেন যেন লোকেরা লিংকটিতে ক্লিক করে তাদের ওয়েবসাইট ভিসিট করে।
৫। ডাইরেক্ট স্পন্সর্ড আর্টিকেল লিখার মাধ্যমে : বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্ট সম্পর্কে আর্টিকেল লিখতে বলে থাকে এর মাধ্যমে আপনি তাদের থেকে একটি অংক ইনকাম করতে পারবেন।
৬। এফিলিয়েট মার্কেটিং করে আয় : বিভিন্ন কোম্পানি আপনাকে তাদের প্রোডাক্ট বিক্রি করে দিতে বলবে চাই তা আর্টিকেল লিখার মাধ্যমে হোক বা অন্য কোনো উপায়ে। প্রতিটি প্রোডাক্ট থেকে আপনাকে একটি পার্সেন্টিস দিবে তারা।
এছাড়াও আরও অনেক উপায়ে আপনি আপনার ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন।
যাইহোক ওয়েবসাইট থেকে ইনকাম করার জন্য মানসম্মত একটি ওয়েবসাইট প্রয়োজন যা আপনার চাহিদা মানুষের মাঝে তুলে ধরবে। আর মানুষ আপনার ওয়েবসাইট ব্যবহার করে সাচ্ছন্দবোধ করবে।
এ জাতীয় ওয়েবসাইট যা মানুষের দৃষ্টি আকর্ষণ করে এবং মানুষ তা ব্যবহার করে সুখ অনুভন করে এ জাতীয় ওয়েবসাইট আপনাকে দিবে zoom it কোম্পানি যারা ইতি মধ্যে প্রশংসনীয় ওয়েবসাইট তৈরী অসংখ্য মানুষের সন্তুষ্টি অর্জন করে দীর্ঘদিন যাবৎ এগিয়ে যাচ্ছে। আপনি দেখতে পারেন তাদের কাজের ডেমোগুলো।
তাহলে আর দেরি কেন! zoom it কোম্পানির কাজের ডেমো দেখে এখনই অর্ডার করুন আপনার পছন্দের ওয়েবসাইটটি। অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইটের মাধ্যমে।আরো বিস্তারিত জানতে কল করুন এই নাম্বারে +880 1711 432 284
ওয়েবসাইট তৈরী করুন